আল্লাহকে যদি পেতে চাও
এতিমের মাথায় হাত বুলাও
আল্লাহকে যদি পেতে চাও
ভিক্ষুরে কেনো ফিরিয়ে দাও।
আল্লাহকে যদি পেতে চাও
গোপনে ছদকা জারিয়া দাও
আল্লাহকে যদি পেতে চাও
নিরবে হৃদয়ের জল ঝরাও।
আল্লাহকে যদি পেতে চাও
নেয়ামতের শোকরানা জানাও
আল্লাহকে যদি পেতে চাও
অসহায়ের দিকে হাত বাড়াও।
আল্লাহকে যদি পেতে চাও
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হও
আল্লাহকে যদি পেতে চাও
সামান্য ত্রুটি ক্ষমা করে দাও।
আল্লাহকে যদি পেতে চাও
ন্যায্য অধিকারে সোচ্চার হও
আল্লাহকে যদি পেতে চাও
অহংকার অহমিকা কবর দাও।
আল্লাহকে যদি পেতে চাও
যা আছে তাতেই খুশি রও
আল্লাহকে যদি পেতে চাও
অন্যের মনে কেনো কষ্ট দাও।
আল্লাহকে যদি পেতে চাও
কুকুর-বিড়ালেরও খবর নাও
আল্লাহকে যদি পেতে চাও
শিরক বেদাত ছেড়ে দাও।
আল্লাহকে যদি পেতে চাও
তওবা করে ক্ষমা চাও
আল্লাহকে যদি পেতে চাও
তওবার পরে আবার নও।