যুগে যুগে আল-কোরআনের হয়ে আসছে জয়
তবু কেনো মুসলমান- মিছামিছি ভয়!
জিহাদের মনস্থে যে ঘরের বাহির হয়
এহ-জনম, পর-জনম নাহি তাহার ক্ষয়
যুদ্ধের ময়দানে যদিও পৌঁছতে না পায়।
আল-কোরআন জ্বেলে পুড়ে ধ্বংস করার নয়
আল-কোরআন কোটি হৃদয়ে অক্ষত রয়,
আল-কোরআনের আলোকে গড়ে যারা জীবন
শত কষ্টেও হয়না তাদের সুখশান্তির মরণ
তাদের জীবন চির সবুজ তারাই আমরণ।