মহা পবিত্র আল-কোরআন
তাওরাত, যাবুর, ইঞ্জিলের প্রধান
আল্লাহ্র স্বয়ং সৃষ্টি, সংবিধান
অতি ভাগ্যবান মুসলিম জাহান,
কোরআনকে করলে অসন্মান
আখেরাতে নিশ্চিত শাস্তি জাহান্নাম
দুনিয়াতে ধিক্কার, অপমান।
আল-কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান
বিশ্ব-জাহানের এক সত্যের আহ্বান।
রাসূল সাল্লালাহু আলাইহিসসাল্লাম
মেহনত করেছেন এর সারা জনম,
প্রথম নাযিল যখন হেরা গুহায়
জিব্রাঈল আলিঙ্গন করলেন শিনায়-
শেষ ওহি লাইলাতুল কদর মিনায়।