অমন করে এঁকে বেঁকে
কিছুটা দেখে- না দেখে
হেলে-দুলে দোল দিয়ে
কি বোঝাতে চাচ্ছ প্রিয়ে।

ফিরে ফিরে দেখো চেয়ে
আমি দেখলে মুখ ফিরে
লজ্জায় যাও কোথায় ডুবে
কোন আকাশে চাদের বুকে।

তোমার পথের পথিক হয়ে
বসে আছি কখন থেকে
চোখ দুটো দেবো বলে
তোমার চোখের অন্তরালে।

শীতল পাটি কুঁড়ে ঘরে
বিছাব আমি তোমার সাথে,
চাইনা আমি রাজার রাজ্য
তোমায় পেলেই মহাকাব্য।



শনিবার
১১ মাঘ, ১৪২১  
২৪ জানুয়ারি, ২০১৫
০৩ রবিউল সানি, ১৪৩৬

ভালুকা, ময়মনসিংহ