আগুর শীত
- আনিছুর রহমান
দরদ ভরে দোরে শীত
আগণে আগুর অবাক প্রীত
আমন নবান্ন উঞ্চ গীত,
শাক-সবজির স্বাদে জিভ
ভাপা খির চিতই শিক।
মুগ্ধ মুখর গাঁয়ের মাঠ
নদির ধারে মৌসুম হাট
জোগেন মাঝির হাসি আট।
নতুন চরে বাদাম চাষ
সর্ব হারা ফিরে বাস
কুটুম সমাগম রাজহাঁস।
টুনটুনি যুগল শনের চালে
ভালোবাসায় রাত পোরে
কপোত-কপোতি তাই দেখে
বিভর একে অন্যের কোলে।
পৌষ-মাঘে সুদূর থেকে
লেঞ্জা, নীলশির ঝাঁকে ঝাঁকে
বিল-হাওড় প্রাণবন্ত টানে।
সোমবার
২০ অগ্রহায়ণ, ১৪২৪
০৪ ডিসেম্বর, ২০১৭
১৪ রবিউল আউয়াল, ১৪৩৯
উত্তরা, ঢাকা।