আমি তোমার কাছে আর যাবো কেমন করে
আমার যাবার পথ যে তুমি দিয়েছ বন্ধ করে
কালিমাখা মুখখানা তোমায় দেখাই কেমনে
কলঙ্ক তুমি দিয়েছ লেপে সারা পাড়া জুড়ে,
সুখের বদলে এই হৃদয়ে দুঃখ দিয়েছ ছুড়ে
বুকের ভেতর স্মৃতি তাই দাউদাউ পোড়ে।
দক্ষিণা হাওয়াও আর দেয়না দোলা ঘরে
ফুলের তোড়া পরে রয় আনাদরে দোরে।
পশ্চিমা ঝড় আচমকা এসে উসকে দেয় মন
তুমি যাওয়ার আগে আমার হলোনা কেন মরণ
তোমার ওই লন্ঠন হাতে আমায় করতে শেষ দহণ।