ভুল করে ভুলে যাই রাষ্ট্রের চাওয়া
লাশ আর রক্ত, লাঞ্ছনা পাওয়া
ভুল করে ভুলে যাই শহীদে'র দেশ
পশ্চাৎ দানবিক আজকে স্বদেশ।
ক্ষমতা মসনদ রাতারাতি খ্যাতি যশ
রাজনীতি পেশা হলে নেতা হবে বস।
ভুল করে ভুলে যাই সংগ্রাম ইতিহাস
জাতি ভেদ বজ্জাতি যায় করে উপহাস
ভুল করে ভুলে যাই নাগরিক অধিকার
বাবা মায়ের স্বপ্ন বাংলায় স্বাধিকার
লুটপাট, গুম-খুন, জুয়া আর মদ_
রাত হলে হুর পাবে যদি থাকে পদ।
ভুল করে ভুলে যাই মানবিক আমাকে,
ভুল করে ভুলে যাই ভালোবাসি তোমাকে...