আমি যখন রাতের আধার
তুমি দিনের আলো।
আকাশ ছোঁয়া স্বপন অধরা
বাসি তবুও ভালো।
প্রেমের দহন পোড়ায় শুধু
দেয়নি কারো মাপ।
বিষম জ্বালায় পুড়েছি তবু
আগুনে দেই ঝাঁপ।
নিপুণ হাতের দৃশ্য মায়ায়
চির যৌবনা দেহ।
রূপে তোমার ভাবনা ভোলায়
অজানা সেই মোহ।
চোখের রেখায় করেছে জাদু
আড়াল থেকে ডাকে।
মনকে হারাই আবার খুঁজি
নিত্য প্রেমের বাঁকে।