দিনটা ভালো-ই ছিলো, আর দশটা দিনের মত
আলোকিত ছিলো চারদিক। সূর্যের প্রখরতা
দুপুর না গড়াতে-ই উত্তপ্ত করেছে দেহমন, করেছে অস্থির
অদৃশ্য হারানোর ব্যথা। চাওয়া-পাওয়ার ব্যবধান
হৃদযন্ত্রের ক্রিয়াকে করে আন্দোলিত।
সন্ধ্যায় হঠাৎ আকাশ দখল নেয় মেঘবালিকা; আঁধার আলোকে করে গ্রাস,
বাতাস শুরু করে উন্মাদনা, কালবৈশাখী চালায় তাণ্ডবলীলা।
ভীষণ রকম অন্ধকার ঘিরে ধরে নগরের মানুষগুলোকে।
চোখের জল প্রকৃতির মাঝে বৃষ্টি হয়ে ঝরে পড়ে,
এ যেন স্বয়ং ঈশ্বর কাঁদে, ভালোবাসার দুঃখ বিলাপে।