পাপের বোঝা অনেক ভারী
খোদার আরশ কাঁপে।
সময় থাকতে জপ নাম
রাগ ভুলে অনুতাপে।
আকাশ থেকে গজব নামে
করোনা সয়লাব।
মরছে মানুষ পথে ঘাটে
এ কার জয়লাভ।
বাঁচতে হলে বুঝতে হবে
সচেতন থাকা চাই।
যথা সম্ভব বাড়িতে থাকো
এছাড়া উপায় নাই।
সাবান দিয়ে বিশ সেকেন্ডে
জীবানুরা হবে শেষ।
মুখোশ পরো বাহির হলে
ভালো রাখো পরিবেশ।
ভালো থাকুক চির সবুজ
প্রাণ প্রিয় বাংলাদেশ।