বহুবার শূন্য হাতটা ধরতে ইচ্ছে হয়েছিল, কিন্তু পারিনি_
কেননা, সে হাত ধরে রাখার সাধ্য আমার নেই।
বহুবার বলতে ইচ্ছে হয়েছিল আমি তোমার বট বৃক্ষ, কিন্তু পারিনি_
কেননা, ছায়া দেওয়ার মত ডাল পালা আমার নেই।
তবে হাত হতে বুক অব্দি রাখা তোরার ফুলের মিছে ঘ্রাণ নিয়েছি,
আসলে তোমার হৃদয়ের স্পন্দন অনুভব করার মিথ্যা প্রয়াস চালিয়েছি।
বারংবারের চেষ্টায় ফেল মেরে,
তোমার অজ্ঞাতসারে নিয়েছি চুলের ঘ্রাণ।
তুমি হয়ত জানো না, সে ঘ্রাণ আমাকে কতটা উন্মাদনা দিয়েছে!
ইচ্ছে হয়েছিল, তোমার কামুক ঠোঁটে ঠোঁট রেখে অনন্ত কাল_
নির্বাক চোখের ভাষায় কথাবলি।
একান্তে জড়িয়ে ধরে লুকিয়ে থাকা দুঃখ-কষ্ট গুলোকে মুছে দেই,
নয়ত আমার বুকে তোমার মাথা চেপে শুষে নেই সকল বঞ্চনা।
কি আর হবে এতে? কিছুটা পাপ না হয় হলো।
তবে আশ্রয় খুঁজে পাওয়ার তৃপ্ততায় সব বিলীন হবে।
ভালোলাগা আর ভালোবাসায় সব-ই চলে।
নস্টালজিক মননের চেয়ে ভালো।
চির আবেদনময় ভালোবাসা চিরকাল-ই নিষ্পাপ।