চাঁদের আলো শিল্পিত হও ,
ঘুমের মাঝে কল্পিত হও
ভাবনা জুড়ে তোমার দখল,
নিবাস মনবাড়ি; তুমি নারী।
সংসারে মমতা অর্ধাশন
বাম বুকে যোগ পূর্ণ আসন
সৃষ্টি সৃজনে তোমার প্রভাব
সমাজে গর্ভধারি; তুমি নারী।
জীবন বাঁকে প্রকৃতি পাঠ্য
দেহের ভাঁজে কবিতা ছন্দ
এক অক্ষরে তোমার প্রকাশ
জননী জগৎবাড়ি; তুমি নারী।