রাতের গভীরতা বারে
ঘনীভূত হয় অপেক্ষার আন্দোলন।
তুমি আসবে,ভালোবাসবে
হৃদয় বলছে,বলছে আমার মন।
আকাশ সেজেছে মেঘে
বাতাসে ব্যস্ত বরন ডালা।
তুমিহীনা চন্দ্র জেগে
একাকীত্বের উৎসবে বর্ষামালা।
ঘুমন্ত নগরীর মাঝে
অস্থিরতা ভয় স্বপ্নিল উন্মাদনা।
তুমি আসবে আসবে বলে
বেঁচে থাকার একমাত্র শান্তনা।