তোমার ভালবাসার চৈতন্য
জাগ্রত আমার নিঃসঙ্গ বেঁচে থাকায়।
ঐশ্বরিক সৌন্দর্য তুমি
সঙ্গিহীন রাতের স্পর্শতায়।
নক্ষত্র বিহীন আকাশের চন্দ্র
ঘিরেছে পূর্ণতার পূর্ণিমায়।
আলোকিত হতে পারিনা আমি
তোমার বুকে ভেসে যাওয়া মেঘের বাধায়।
তুমি স্বপ্নিল মধুর ঘুমে
হাতছানি দাও মৌনতায় ।
তোমার অবস্থান আমার মনে
হিমালয় পাহাড়ের চূড়ায়।
তুমি সুতোকাটা রঙ্গিন ঘুড়ি
নাটাই হাতে আমার অপারগতায়।
সোনালী মিষ্টি রৌদ্র তুমি
উন্মাদ আমি যৌবনবতী মাতাল হাওয়ায়।
ক্লান্তহীন উড়ন্ত অতিথি পাখি
পরিবেশের ব্যর্থ পাহাড়ায়।
শেষ নিঃশ্বাস পর্যন্ত বেঁচে থাকবে
আমার চোখের পাতায়।