তুই কি আমার সত্যিকারের ‘তুই হবি রে’,
কেমন করে বোঝাই তোরে তুই সব-ই রে।
মুকুট দিলাম আসন দিলাম-একটু দাঁড়া,
এত কিছুর পরেও কেন দিস না সাড়া?
মিনতি আমার- একটু দাঁড়া, একটু দাঁড়া।
প্রশ্ন অনেক মনের ভিতর জট বেঁধেছে,
না পাওয়া সব স্মৃতিকথা ঝড় তুলেছে।
জন্ম থেকে জ্বলছি আমি পুড়বো না আর,
ওগো প্রিয়া মিছে মায়া ভাঙ্গরে এবার।
সত্যি করে বলনা এবার-তুই কি আমার?
যতই তোরে ভালোবাসি রাত-দুপুরে,
সকাল-সন্ধ্যা ভুল বুঝে তুই যাসরে দূরে।
তোর ভিতরে জীবন খোঁজে কবিতা শ্রমিক,
নীরব চোখের ভাষা বুঝি, তাইতো প্রেমিক।
তোকে আমি মানুষ ভাবি; নারীত্ব ভাবি দেবী
তোর জন্য লালন হব, কৃষ্ণ হব; হতে পারি সবি।
দিচ্ছিস গালি অন্ধকারে নষ্ট আমি, নষ্ট সমাজপটে...
নষ্ট খোলসের কষ্ট দেখেছিস? সয়ে যাই যা অকপটে।
আজকে তোকে একটি কথা বলতে হবে; সত্য করে-
তুই কি আমার সত্যিকারের ‘তুই হবি রে’? ‘তুই হবি রে’?