প্রতীক্ষা গিলে খায় চাঁদ-তারা; সময়কে,
নির্ঘুম ছটফট করতে থাকে ভাবনা।
রাতের নীরবতা ভাঙ্গে ভোরের আলো,
পাখির কিচিরমিচির; স্বপ্নিল মোহনা ।
মুঠোফোনে বাজে চিরচেনা রিংটোন,
তবুও ভিন্ন মাত্রা; ব্যতিক্রম অনুভূতি।
কিছুটা ভালোলাগা; জড়তা মাখা কণ্ঠ,
অবচেতন মনে মৌন সুখানুভূতি।
চাওয়া-পাওয়ার বেসামাল অংক,
এলোমেলো করে দেয় জীবন-যৌবন।
শূন্য বুকে ভালোবাসা পদচিহ্ন আঁকে,
যাযাবর ভ্রমর খুঁজে পায় মৌবন।
গুমোট প্রকৃতি অস্থির হৃদস্পন্দন,
বর্ষায় ভিজতে চায় তন্নিবন্ধন।