জোছনা ধোয়া মেঘের সাথে,
আকাশ বলে কথা।
নীরব রাতে মৌন আলোয়,
নীল রঙের ব্যথা।
অন্ধকারে চাঁদ ডুবেছে,
ঝি ঝি পোকার সুরে।
মনের মাঝে বাজায় বাঁশি,
শিয়াল ডাকে দুরে।
শস্য শ্যামল গায়ের মাঝে,
একলা জাগা রাত।
ভাবনা এসে আকরে ধরে,
উঁকি দেয় প্রভাত।
রৌদ্র স্নানে নদীর জলে,
খুঁজে পাওয়া রেশ-
কথার মালা ব্যাকুল প্রাণে,
চাওয়া হলো শেষ।