দু'চোখে অঝোরে ঝরছে জল নির্ঘুম কাটে রাত
এপাশ-ওপাশ অশান্ত মনে ছটফট করি বিছানায়
তবুও কাঁদতে পারি না, করতে পারি না চিৎকার
বলতে পারি নি ষোল বছরের জমে থাকা ভয়
নিরুত্তর কিছু প্রশ্ন আমাকে ভাবায় চিরকাল
না বলা কিছু বেদনা কুরে কুরে খায় একান্তে
সময়ের অর্জন সাজিয়েছি জীবন কেবল ভুলে
শূন্যতা আমাকে ছুড়ে ফেলে একাকীত্ব অনলে
আমি জানি একদিন হতে হবে আগামীর মুখোমুখি
সে দিনের দৃশ্যপট একাকী চোখ বুঁজে করি অনুভব
জীবন জুয়ায় হারজিত বড় নয় করে চলি অভিনয়
ভাবায় প্রতিনিয়ত বিচিত্র টানাপোড়েন অদ্ভুত সময়