দক্ষিণের জানালা বেয়ে আসবে বাতাস
নদীর জলে করবে খেলা কোজাগরী চাঁদ
ষোড়শী রাতে বরণডালা সাজিয়ে রেখো
চিরসত্য পরমেশ্বর অদ্ভুত প্রেমের ফাঁদ
আপেক্ষিক ভীতি স্মৃতি ক্যানভাস অপেক্ষা ইতি
বাসন্তী শাড়ি লক্ষ্মী চরণে অর্ঘ্য দেবো দেহমনে
শূন্যলতা পূর্ণতা দিতে বৃষ্টি হবে কাশবনে
সৃষ্টি হবে ধরার বুকে সরসিজ প্রেম যৌবনে
বালিকার ঘামার্ত বুকে কামার্ত মুখ গুঁজে
আগামীর স্বপ্ন বুনি; হাজার বছরের ক্লান্তি
তন্দ্রায় ডুবে যাই, হারিয়ে ফেলি অস্তিত্ব
চোখ মেলে স্বস্তি; পরক্ষণে দীর্ঘশ্বাস...
আধোছায়া আড় চোখ লেনদেন যত ইশারা
আকাশ দোলা শুভ্র মেঘ বাঁকা ঠোঁট তিল ছোঁয়া
এলোমেলো পঙক্তিমালা কদম ফুলের গন্ধ ভরা
নতুন জীবন আবার শুরু সবুজ কুঁড়ি শিশির ধোয়া