চারদিকে কালো ছায়া, মুখ গোঁজা দ্বায়
চুপ যদি আরো থাকি হবে যে অন্যায়
আইনের প্রহসন শোষকের হাসি
গণতন্ত্র গ্যাঁড়াকলে জনমনে ফাঁসি
স্বাধীনতা পুঁজিবাদী ক্ষমতার মসনদ
জাগো জাগো বাঙালী ভুলে সব মত পদ
রবি হাসে নীলাকাশে শোষণের গঙ্গা,
শিশু-যুবা কত খুন রাজপথ রাঙ্গা!
ভুলে গেছি ইতিহাস, ভগবান-আল্লাহ...
বিচারের কাঠ গড়ায় ধর্মের পাল্লা।
নারী লোভী; মৌলভি, ঠাকুরে খেলাঘর
স্বার্থ সংসারে বেলা শেষে সব পর
তাই আজি ণ'বুঝি ভা-লো-বা-সা প্র-ক-র-ণ
শ-ব-দে-র মিছিলে সোনা যোগ ব্য-ক-র-ণ