আধখানা চাঁদ মেঘের আড়ালে
তবুও জ্যোছনা পাশে
শ্রাবণ, পবন, বাংলার আকাশ
মুজিব চেতনা হাসে।
আজকে রাত বলছে আমায়
তোমরা ঘৃণিত খুনি
পিতা কে মেরেছ বীরের জাতি
সেজেছো মহান গুণী
যে দিলো তোমাদের ভাষার মুক্তি
দিলো এ স্বাধীন ভূমি।
তার-ই পরিবারের জীবন নিলে,
কতটা নির্লজ্জ তুমি?
ভাগ্যের জোরে বেঁচে যায় সেদিন
মুজিবের কন্যা দ্বয়
সেদিনের শোক বুকে চেপে আজ
হাসিনা এনেছে জয়
ঈসা খাঁ, আকবর, সিরাজুদ্দৌলা ইতিহাসে বহমান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।