ভালোবাসা আজকাল দ্রোহ নির্ভর,
প্রেমকাশে নীল মোহনা; সবুজ প্রেমিকা।
সম্প্রীতি খোঁজে মন ; চঞ্চল
বাতাসে বেড়ে ওঠে নিরবদ্য দহন।
কমল ঠোঁটে ঠোঁটে লবণিয়া স্বাদ,
মন্দ নয় নারীর কসরত বুক; রুদ্ধ চাপ।
কংক্রিট জীবন একছটা ভাবত স্বস্তি,
শীতালু উষ্ণত্ব আকাঙ্ক্ষা লজ্জাহীন-
নির্ঘুম রাত নিরন্তর সাক্ষী কুয়াশা
প্রভাতে মিলনোৎসব আলো-আঁধার।
সাদা-কালো সৃজন নতুন বছর; নতুন সূর্য
প্রেম-অপ্রেমে লেখা জন্মমৃত্যু শিশিরতত্ত্ব।