পূর্ণিমার আলোয় দেহ করে স্নান,
পথে পথে হাঁটি নিরালায়।
নিশিথির অন্ধকার উন্মাদ প্রাণ,
ভাবনায় শুধু তুমি হায়।
শীতলা বাতাসে হেলে থাকা পাতায়
জোছনার এসে করে ভীড়।
আবেগী এ মনে শূন্যে আঁকা খাতায়
ভালবাসার সীমানা প্রাচীর।
জাগ্রত প্রকৃতির মুহুমুহু ধ্বনি,
হৃদয় নিংড়ানো সুর খেলা-
ভালোলাগায় ভর করে স্বপ্নরানী
তবুও কথা থাকে না বলা।