অর্ধশত বছর আগে জন্মেছিল একটি শিশু
কোন এক বিকেলে, বাতাস উঠে ছিলো হেসে
পরাধীনতা'র শিকল ভেঙে শিশুটির চিৎকারে
সূর্য টা সেদিন লাল বর্ণের নিস্তেজ আলো
গোধূলি লগ্নে রক্তগঙ্গা কেঁপে ওঠে সুখে
আঁতুড়ঘরে ঘাম ঝরা মায়ের কোমল মুখে
ফুটে ওঠে বিজয়ের হাসি, সুন্দর মনন সৃষ্টি।
সুমনার জন্ম তিথি তে স্বাধীনতা- মুক্তি, আত্মদৃষ্টি...
খবরের ফেরিওয়ালা স্বতন্ত্র এক সমাজ সেবী।
সত্যের পাতা কাণ্ডারী হয়ে তুমি সাহিত্যসেবী।
কারো মা, কারো বোন, কারো দেবী। প্রেম নাও
শুভ সময়, শুভ জন্ম, শুভ কামনা। শতবর্ষী হও...
(বিঃদ্রঃ কবি ও সম্পাদক সুমনার জন্মদিনে)