টানা টানা চোখ করছে পাগল
গোলাপী ঠোঁট উঠছে খেলে।
নাক, মুখ, কেশ স্বপ্নের মতন-
সেজেছে কপাল আকাশে নীলে।
ওই মলিন মুখে মায়ার ভাঁজে,
মেঘলা দিনে সূর্য হাসে।
মোহনীয় শোভা নিপুণ সাজে,
ভালোবাসা হৃদয়ে ভাসে।
গোধূলিতে থমকে যায় হাওয়া,
চন্দ্রিমা ওঠেনা নিশিতে ।
তোমার অপার সৌন্দর্য দেখে,
সময় চাইছে হারাতে।