ধানমন্ডি বত্রিশে থাকতো রাসেল সোনা
আর দশটা শিশুর মত রঙিন স্বপ্ন বোনা
সদ্য স্বাধীন বাংলাদেশে মুক্ত পাখির মত
হাসি খেলায় মেতে থাকা বায়না ছিলো শত
জাতির পিতার কনিষ্ঠ পুত্র হাসু বুবুর ধন
ভাই ও মায়ের বুকের মানিক চঞ্চলা মন
পঁচাত্তরের পনেরো আগস্ট স্বপ্ন ভাঙ্গার মাসে
হায়নাদের নগ্ন নৃত্য কালি লেপন ইতিহাসে
ঘাতক কতটা নির্মম হয়ে বুলেটে কেড়েছে প্রাণ
দশ বছরের শিশু শেখ রাসেল রক্ত করেছে দান
কেঁদেছে আকাশ কেঁদেছে বাতাস কেঁদেছে বঙ্গভূমি
প্রার্থনা আজ নরপশুদের বিচার করো হে অন্তর্যামী