সময় ভালোবাসা বিমুখ;
প্রকাশ্যে খুন হয় প্রেমিক
ভয়ে মুখ ফিরিয়েছে ললনা
ব্যথায় গুমরে ওঠে বাম বুুক।
আহত হৃদয় খুঁজে ফেরে আশ্রয়
ক্রমাগত ভারি হয় স্ব-জন হারানো মিছিল।
আদি থেকে অন্তঃ জমে থাকে শূন্যতা
কথা রাখে না প্রকৃতি, অনাকাঙ্ক্ষিত নিয়তি
বৃষ্টিহীন শ্রাবণ আকাশ, নিষ্প্রাণ বাতাস,
প্রেমহীন মেঘ রঙ কেবল-ই সাদা-কালো_