নিত্য ভোরে একটি পাখি কিচিরমিচির ডাকত,
রাত-দুপুরে সেই পাখি কিছুর আশায় থাকতো।
তিড়িংবিড়িং ফড়িঙ হয়ে ফুলের মত হাসতো,
আপন গুনে সবার মনে স্বপ্ন ছবি আঁকত...
হঠাৎ করে সোনা পাখি বলছে না আর কথা,
অভিমান হয়েছে ভীষণ, তাই কি নীরবতা?
হারিয়ে গেলো জাদু পাখি, উড়াল দিলো দুরে
মনের খাঁচা রইলো পরে, খুঁজছি কেবল তারে।
মসজিদে আযান শুনি ডাকে মুয়াজ্জীন
রাত যায়-দিন যায়, আসে না ফিরে ক্যান?
ডাকার মত ডাকলে না কি সারা দেয় রব।
পাখি ও ডাকত ভীষণ; তবুও করলো শব!
মোহাম্মদ নামে পাখি মুক্তি পেলো যন্ত্রণা_
স্মৃতি খাতায় ব্যর্থ প্রীতি মিথ্যা কিছু সান্ত্বনা।