দরিয়া নগর অসীম সাগর
প্রকৃতি সুন্দর খেলা।
দিনের আলোয় যেমন তেমন
আজব রাতের বেলা।
কাঁকড়া বহর ধীর পায়ে হাঁটে
বালু চরে জমে কড়ি।
দিগন্তপ্রসারী নীলাভ যাতনা
থামে সব তড়িঘড়ি_
ঝাউয়ের বাগানে বাতাস দোলে
ঢেউ তুলে যায় সুর।
লাল বাতিঘর রয় একা জ্বলে
শান্তি মায়া সুমধুর।