সুন্দর বললে ঈশ্বর করবে অভিমান,
রূপ আর যৌবন মিসেল অতুল্য ললনা।
দৈন্যতা ঘেরা ক্লান্ত মনে এক মুঠো সুখ,
হাজার ব্যস্ততায় আড় চোখে ছলনা।
পঞ্জিকার চোদ্দ কোঠায় তুমি পূর্ণোপমা,
বিশঙ্ক সরসিজ প্রেম আকাশে।
শুক্লপক্ষে পঞ্চদশ তিথিতে পূজিত সোম,
কমলে-কামিনী দোল বাতাসে।
দেবী হবে এই রাতে তবে আমি ঈশ্বর
প্রণয় মোহনায় ধরা হবে নশ্বর।
ক্যানভাসে রঙ ছটা শিল্প সৃষ্টি নবতা,
যুগে যুগে কামলীলা নর-নারী দেবতা।
অমাবস্যা মা কালী'র থাক, সাক্ষি রাশপূর্ণিমা।