রহমতের রাত কেটে যায়
হেলায় খেলায় কাটছে দিন
মাগফেরাতে করো ক্ষমা
নাজাতেও মিটবে না ঋণ

রমজান মানে সিয়াম সাধন
শুদ্ধতার ই পথ দেখাবে
খোদা তোমায় বাসলে ভালো
আলোয় রশ্মি দুঃখ ঘোচাবে

হক আদায়ে এইতো সময়
সবার মুখে ফুটুক হাসি
যাকাত সদকা সুসম বণ্টন
স্রষ্টা-সৃষ্টি দুইয়ের খুশি