কংক্রিট নগরের কোলাহল ভেঙে ছুটে চলি মেঠো পথে,
নদী-বন, পাহাড়-সমতল; আকাশ-জল-স্থল,
এই তো সীমানা পৃথিবীর। সময়ের স্রোতে
খুঁজে ফিরি পথ জীবনের বাঁকে বাঁকে,
পা'য়ে পা'য়ে বারি খায়, শুধুই বিপথ...
রৌদ্রতপ্ত দিনে পথের ধারে দেখা মিলে ছায়াবৃক্ষের
পূর্ণিমা রাত আলোছায়া চাঁদ দেখা মিলে মায়াবৃক্ষের
শ্রাবণ গোধূলি বেলা প্রবল বর্ষা; দেখা মিলে বটবৃক্ষের
খোলা আকাশ সবুজ বাতাস দেখা মিলে গুরুবৃক্ষের
দরিয়ানগরের ভূমিপুত্র জাতিসত্তার কবি
প্রেম-দ্রোহ, যুক্তি-মুক্তি, ভাষা-স্বাধীনতা
শান্তিযাত্রায় অনন্ত মানুষ বাঙালি...