সাদা শরীরে অপরূপা তুমি,
কাজলটানা চোখ।
চিরল দাঁতের হাসির বাঁকে,
পূর্ণিমার মুখ।
হাজার নারীর মাঝেই তুমি,
অনন্যা একজন।
সরল দেহের গরল সাজে,
হারায় দেহমন।
বাঁধন হারা চুলের খোপায়,
অজানা এক মোহ।
ঝুমকা কানে বাতাস দোলায়
স্বপ্নময়ী কেহ।
পায়েল পায়ে আওয়াজ তোলে,
হৃদয়ে জাগে প্রেম।
শাড়ীর ভাজে যৌবন খেলে
ভাবনা বাঁধে ফ্রেম।