লাল শাড়িতে লাগছে ভালো-
হালকা রঙের ঠোঁট।
গোধূলিতে যেন সূর্য আলো-
মোহনীয়তার জোট।
হলদে বরণ দেহ ভাজে,
বাংলা নারীর সাজ।
কাঁচের চুড়ি হাতের মাঝে,
করছে রঙ্গিন রাজ।
তোমার মুখের আলপনাতে,
ফুটে ওঠা মিষ্টি হাঁসি ।
কোঁকড়া চুলের বাঁধনেতে
ভালোলাগা; ভালোবাসি।
উন্মাদ করা আড় চোখের,
গিলে খাওয়া চাহনি।
পাগল করা নাক, ভ্রু সব-
তুমি স্বপ্ন ; প্রভা রানী ।