হাঁটছি দেখো;
চলছি দেখো,
গাইছি দেখো গান ।
আকাশ দেখো;
বাতাস দেখো,
বলছে দেখো প্রাণ ।
জীবন কথা;
মনের ব্যথা,
সময় তোলে সুর।
আসবে তুমি;
ভাবছি আমি,
প্রণয় কত দূর।
তারার হাসি;
চাঁদের হাসি,
স্বপ্নের হাসি মুখ।
দিনের হাসি;
আলোর হাসি,
তোমাতে হাসি সুখ ।