মুক্ত বাতাস খোঁজে ছুটে চলি গ্রামে...
শান্ত নদী; সুশীল জোয়ারে জল
ছুঁয়ে যায় ইট বাঁধানো ঘাটে নগ্ন চরণ
যেখানে দিনের আলোয় স্নানে নামে যুবতী,
বিকেলে আড্ডায় মাতে কপোত-কপোতী।
বাদামের খোসা, সিগারেট শূন্য প্যাকেট
সেখানে নীরব সাক্ষী কাঁচা রাস্তার দু'ধারে
ঘাসভূমি জানে চাঁদ কতটা সুন্দর রাতে,
কতটা স্বাধীন মেঘ উড়ে বেড়ায় আকাশে।
চিরচেনা ভাটিয়ালী সুর ভেসে আসে কানে
গলা ছেড়ে গায় গান জেলে-মাঝিমাল্লার দল
চোখ বুজে বুক ভরে নেই প্রকৃতির ঘ্রাণ
চিরসবুজ কাদামাটি গন্ধে জুড়ায় প্রাণ।