ফুলকে ভুল ভেবে ছুড়ে ফেলি
ডাস্টবিনে নর্দমায় ।
ভুলকে ফুল ভেবে তুলে রাখি
ভালোবাসার ডালায় ।
মিথ্যাকে সত্য ভেবে আকরে ধরি
জীবনের পথচলায় ।
সত্যকে সন্ধি ভেবে দুরে ঠেলি
অভিনয় ষোলকলায়।
মায়া পিছুটান দুর্বলতা,
হতাশা আসে ফিরে ফিরে।
বারবার করি একই ভুল,
আবারও দাঁড়াই ঘুরে।
ভুল কাউকে-ই করে না ক্ষমা,
পাপও ছাড়ে না কাউরে।
মিথ্যা কখনো-ই হয়না সত্য ,
প্রেমেতেই সব হয়রে ।
আবার কুড়িয়ে এনেছি প্রেম
পাশাপাশি ফুল ও ভুল।
সেখানে হোক না কিছুটা পাপ
যদিবা ফিরে পাই কূল।।