কথা রাখেনা কেউ,
শীতের রাতে কথা রাখেনি বাতাস
চাঁদের সাথে কথা রাখেনি আকাশ
বিলিন করেছে আঁধার সোডিয়াম।
কেউ কথা রাখেনা,
ভালোবেসে কথা রাখেনি প্রিয়তমা
গোপালক কথা রাখেনি মনোরমা
ফেলে আসা দেয় ভুলিয়ে বাস্তবতা।
রাখেনা কথা কেউ,
শিশির বুকে রাখেনি কথা ঘাস
আলোর প্রাতে রাখেনি কথা মাস
রাখে-না, থাকে-না, জীবন চলমান।