কবিতা এখন আর আসেনা এ পাড়ায়
সেদিন দেখেছিলাম দখিনা জানালায়
পাশদিয়ে বয়ে চলা পথে উঁকি দিতে
নিপুণ কৌশলে আড় চোখে তাকাতে।

এখন আর মনে পড়েনা নিশ্চই,
ভাঙ্গা ঘরের স্মৃতি।
বৃষ্টিস্মাত রাতে ভাঙ্গা চালের ফাঁকে
জোছনা আলোর ভৃতি।

মলাট বাধাই গল্পটা বেমালুম ভুলে গেছে,
বুকসেলফ থেকে চুরি হওয়া কবিতার বই।
ভাবনার ক্যানভাসে পুরনো তুলির আঁচড়,
বড্ড বেমানান আধুনিক মেকি সমাজ-সংসারে_

পরকিয়ার প্রলোভনে ঘর ছাড়া কবিতা,
আজ অন্য কোন সেলফে ডিজিটাল বই।
খ্যাতি-টাকা চারপাশ মোড়া, ডিয়েসেলার বন্দি_
চ্যানেলে-চ্যানেলে তোলে আলোচনার ঝড়
নিত্য ধর্ষিত হয় জ্ঞাত কিংবা অজ্ঞাত স্বরে
কবিতা কি সে কথা জানে? হয়তো বোঝে।
তবু নিরুপায়, আড় চোখ জানান দেয় অসহায়ত্ব
হারতে হারতে চুড়ান্ত জয় আমার-ই_
সেই ভাঙ্গা ঘরে আমি আছি, থাকবো অনন্তকাল...