রাতের সাথে সখ্য,
দিনের আলোকে ভয়।
দুঃখ চলার সাথী,
সুখটা হয়নি জয়...

খোলা আকাশে মেঘ,
দিবানিশি বয়ে চলে।
বাধ ভাঙ্গা সময়,
বদলের কথা বলে।

লড়াই প্রতিক্ষণ
শূন্যতায় টিকে থাকা।
আধুনিক সভ্যতা
বিবর্তনতত্ত্ব আঁকা।

যৌবন  অগ্নিকুণ্ড...
পোড়ে, পোড়ায় ও মারে।
ক্ষমা করেনা ভুল,
অধরা স্বপ্ন; সংসারে।

আশায় বাঁচে প্রান,
অতীত দীর্ঘ নিঃস্বাস।
জীবন মানে প্রেম,
জয়তু মন; বিশ্বাস।