দুর্গা, সরস্বতী ছেড়ে এখন কালি'র সাধনা...
সুন্দরের চেয়ে বরং অন্ধকার শ্রেয়।
বদলানোর ভয়হীন রঙ কালো,
মিশে যায় সবকিছুতে...
অমাবস্যায় চাঁদ খোঁজা বোকামি,
স্মৃতির পাতায় সুখ যেমন খোঁজা।
জীবন হাতরে বেড়ায় বাস্তব যন্ত্রনা_
আলোর চেয়ে ভালো আধাঁরে তাপস্যা।
সাদা খোলসে ঢাকা কালিমা,
শিকড় সন্ধানে ব্যর্থ সময়।
শূন্যতা থেকে মহাশূন্যতায় বিবর্তন,
মিথ্যা মোহ মায়া এখন সর্বময়।