রাতের আধাঁরের বুকে নিঃসঙ্গ চাঁদ,
পরিপূর্ণ ভালোবাসা নিস্বার্থ ফাঁদ।
সূর্যের রশ্মিরাগ আলোকিত নারী,
পৌরুষ্য যৌবন ছোঁয়া রঙবাহারি।
বন্ধন-শৃঙ্খলতা দূরে থাকা দায়,
সমাজ-সংসার-ধর্ম বাস্তবতায়।
স্বপ্ন দেখে রোজ জেগে থাকা পাখি,
মন জুড়ে যাতনা বোঝে না আঁখি।
জোছনা জ্বলে ওঠে আপনার গতি,
ভুল করে না ক্ষমা চিরপ্রেম নীতি।
তবু থেকে যায় কিছু চির চাওয়া,
কষ্ট আছে যত সব লুফে নেওয়া।
মেঘ ভাসে বাতাসে সাদা-কালো ভেলা,
আয়ু বাড়ে না কমে ভেবে যায় বেলা।
সরল অংক জীবনে নেই প্রয়োজন,
ভোর আসে নিয়মে গরল আয়োজন।