একটি ভাষা খুঁজেছিলাম,
যা মায়ের মুখে জন্ম ইতিহাস।
যার মানে ধর্মনিরপেক্ষ; সাম্য,
যতদূর চোখ যায় ততদূর আমার বাংলা।
একটি দেশ চেয়েছিলাম,
যা সাম্প্রদায়িকতা মুক্ত সম্প্রীতি।
যার মানে গণতন্ত্র; রাজনীতি,
যতদূর ধ্যান যায় ততদূর অপার বাংলা।
একটি স্বাধীনতা খুঁজেছিলাম,
যা সংবিধানে বন্দি নয় কোন মন্ত্র।
যার মানে নিত্য কলমযুদ্ধ;মৈত্রী,
যতদূর জ্ঞান যায় ততদূর নিরব বাংলা।
একটি ভালোবাসা চেয়েছিলাম,
যা স্বার্থহীন বিলিয়ে দেওয়া।
যার মানে বেহিসাব পাওয়া-চাওয়া,
যতদূর মন যায় ততদূর অসীম বাংলা।
একটি জীবন খুঁজেছিলাম,
যা অমর মানবতা কবিতা।
যার মানে আদি-অন্ত মনুষ্য; প্রয়াস,
যতদূর প্রান যায় ততদূর সরব বাংলা।