বেশ্যা পাড়ায় কবিতা বিকিয়ে,
ফটোসেশন-এ ব্যস্ত কবিদা।
চিত্রকল্প এখন মেকি ইলাস্ট্রেটরে বন্দি,
নগ্ন সাহিত্যকাশ আধুনিক প্রাশ্চ্যের অনুকার।
গ্রহণ ক্ষমতাহীন ধারকপাল,
বাহক-কুল নিশ্চুপ অপরাধী।
চারদিকে থমকে যাওয়া বাতাস;স্তব্ধ ছন্দ,
জোর করে ছান্দসিক হওয়ার প্রবনতা।
নিয়ম না জেনে-ই ভাঙ্গনের সৈনিক,
বিনিময় পদক-এ পরিপূর্ণ প্রাপ্তি খাতা।
টাকায় কেনা দালালী‘র সার্টিফিকেট,
আমলারা দেয় সাংগঠনিক স্বীকৃতি।
জোরের মুল্লুকে ভাষা নিয়ে সংগম,
স্বত্বা হারিয়ে মাকে করে বিকৃতি।