সবাই বাবা বাবা করে,
দাদার নাম কি জানো?
দেশ দেশ করে চোরেরা মরে,
এ কথা কি আজ মানো?
জাতীর পিতা বঙ্গবন্ধু,
বাধ্য সবাই মানতে।
স্বাধীন দেশের সঠিক কথা,
চায়না কেউ জানতে?
করো কারে হেলা বাঙ্গালী,
নাম যার নজরুল।
রবী সম করোনা তারে,
তবে হবে বড় ভুল।
দেশ নিয়ে ভেবেছে যারা,
বালিশের নিচে মাথা!
সব সম্ভবের এ দেশেতে,
ক্ষমতা পেলে-ই যা-তা।