জীবন অনেক দিয়েছে,তবুও আকাঙ্খা-
বারবার অনাকাঙ্খিত ভুল, স্পস্ট ব্যর্থতা।
স্বপ্ন-আশা, বাঁচার জন্য ভালো থাকা,
প্রতিদিন নিজের সাথে অভিনয়,ধোঁকা।
ভালোবাসার মেকি রুপ সমাজ-সংসার,
কংক্রিট বাস্তবতা বড়-ই নিষ্ঠুর।
অতীত-স্মৃতি কেবল নিঃস্বার্থ কষ্ট দেয়,
তারপরেও কেন ! কেন আসে-যায়?
আর কতটা বিষ হলে নীল হবো?
আর কতটা ভুল হলে শুদ্ধ হবো?
আর কতটা কাল গেলে তোমা হবো?
আর কতটা পথ হেঁটে মৃত্যু পাবো?
চোখের জল মুক্তি চায়, দায় মুক্ত করো পৃথিবী।
ক্ষমা করো তনু-তন্বী,ঈশ্বর। ক্ষমা করো।