কাদঁছে আকাশ কদিন ধরে,
দুঃখ যে তার কমছে না।
মেঘেরা কদিন জোর দেখাচ্ছে,
সূর্যটারে ছাড়ছে না।
সুশীল বাতাস কুশীল হলো,
ভোরের আলো মৌনতায়।
রাত গেছে তার চোখের জলে,
বুক ভরেছে শূন্যতায়।
নেশায় মাতাল ঝাপসা চোখে,
রাঙ্গা সুতার জাল বুনি।
দুঃখ এত পেলে যে কোথায়,
মেঘবালিকা বলো শুনি!