জীবনের প্রয়োজনে সব আয়োজন,
মিছে ভালো থাকার অভিনয়।
নারী পিপাসী পুরুষালি যৌবন; বিপরীতায়ন,
ব্যার্থতার অপর নাম ভয়।
কংক্রিট ইস্পাতে গড়া ঘড়ি'র কাটা,
ইটের পরে ইটেরর গাঁথুনি।
নিষ্ঠুর আস্তরে ঢেকে রাখা ইতিহাসে;
ধুলো পরা তারকাটা,
একটু অসাবধানতায় রক্তক্ষরণ...
সূর্যদিপ্ত আকাশে মেঘের আগমন,
মৌন শীতলতায় প্রখর খড়া।
ফাটা মাটির বাঁকা ঠোটের বেলকুনিতে,
সুজলা হাসির ঝিলিক।
অন্ধকার ঝাপসা সোডিয়াম এর চেয়ে ভালো,
কালো কাকের আত্বচিৎকার বয়ে আনা মৃত্যুবার্তা।
সেই অাক্ষেপের দহনে পুড়ে ছাই হওয়া হৃদয়,
সুখের প্রয়াসে ক্লান্তিহীন ভালোবাসা খুঁজে ফেরা...