আজ তোমায় চিনলাম।
তোমার নগ্নরূপ দেখে জানলাম,
উত্তরাধুনিক মেকাপে তুমি কতটা বদলাও!
আদিমতা তোমাকে শূন্যতা এনে দেয়,
উৎসব তোমাকে নিথর করে।
এই তোমাকে খুঁজে নির্ঘুম কেটেছে কত রাত,
তা কেবল ঈশ্বর জানে।
এ রূপেই তোমাকে বড় আপন লাগে।
যেন নগরের সবুজ ঘ্রান,
যেখানে খুঁজে পাই শিকড়ের সন্ধান।
সিমসাম, সাদা-মাঠা সরল চিত্র...
আজ দূর্লভ নগরের যান্ত্রিক জীবনে।
শূন্য আকাশে চিৎকার করে বলতে ইচ্ছে হয়,
হে নগর;জন্মভূমি আমার,
তোমাকে নিঃস্বার্থ ভালোবাসি।।