মৃত্যু না মুক্তি দিলে,
এই নিষ্ঠুর পৃথিবী থেকে?
দারিদ্র্যতার কষাঘাতে,
শরীরের চামড়া ফেটে রক্ত ঝরছে দেখো...
আমাকে বাঁচতে দেও,
আমি তোমাদের-ই একজন...
এদেশের আগামী।
চুরি আমি করিনি,
বিশ্বাস করো আমি চোর নই।
চোখের জলের কসম...
দয়া করো, করো রহম।
গলাটা শুকিয়ে গেছে
একটু পানি দেও...
দড়িতে টান লাগছে;হাত পায়ে ব্যথা,
আর পারছি না আমি...
এভাবেই হয়ত বলছে রাজন,
কেউ শোনেনি সে কথা।
নিষ্ঠুরতা নির্মম বলি ১৩ বছরের শিশু।
হায়রে সমাজ, হায়রে বিচার, হায়রে মানবতা,
চুরির দায়ে প্রকাশ্যে খুন হয় আইন-সভ্যতা।
এ কোথায় দাড়িয়ে, বিবেক বেড়ায় তাড়িয়ে,
ওরাও কি মানুষ! হবে কি ওদের বিচার!
ভাবনা প্রশ্ন তুলে নিভৃতে কাঁদে।
এ হত্যার দায় আমাদের কাঁধে,
রাজন তুমি ক্ষমা করো।
অপরাধী সময়ের মত আমরাও আজ অপেক্ষায়...